ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে বিড়ম্বনার মধ্যে পড়েছেন মডেল-অভিনেত্রী সারিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোনো অ্যাকাউন্ট না থাকলেও তার নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে নানা ধরনের বিভ্রান্তিকর পোস্ট ও মেসেজ দেয়া হয়। এ নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তিনি। সারিকা বলেন, ফেক আইডি নিয়ে আমি আগেও অভিযোগ করেছিলাম। তখন কিছুটা কাজ হয়েছিল। নতুন করে আবারো ফেক আইডি খোলা হয়েছে। এ নিয়ে খুবই বিভ্রতকর পরিস্থিতিতে আছি। তিনি তার ভক্তদের বলেন, আমার নিজের কোনো ফেসবুক আইডি নেই। যেসব আইডি দেখা যাচ্ছে, সেগুলো ভুয়া। কাজেই এসব ফেসবুকে যেসব পোস্ট দেয়া হয় তা আমার নয়। ভুয়া ফেসবুকের বিরুদ্ধে আমি আবারও অভিযোগ করবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন