খাগড়াছড়ি রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল সোমবার সকাল ১০টায় পরিষদ হলে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নবাগত ইউএনও উম্মে ইসরাত সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় রামগড়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বক্তাগণ বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি শান্তিশৃঙ্খলা বজায় রাখার সকলের দায়িত্ব কর্তব্য রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন