শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ফেনীর ৩টি আসনে বড় দু’দলের প্রার্থী ঘোষণা নিয়ে গুঞ্জন

মো. ওমর ফারুক, ফেনী : | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ফেনীর ৩টি আসনে বড় দু’দলের প্রার্থীর নাম ঘোষণা নিয়ে চলছে নানা গুঞ্জন। আ.লীগ, বিএনপি ও শরিকদলের প্রার্থীরা প্রত্যেকেই মনোনয়ন পেতে উঠেপড়ে লেগেছেন। একদিকে দলের প্রার্থী, অন্যদিকে শরিকদের দাবি এ নিয়ে মহাবেকায়দায় পড়েছে বড় দু’দল। মহাজোটের প্রার্থী হিসেবে ফেনী-১ ও ৩ আসন দাবি করেছে জাপা। ফেনী-৩ আসনে মহাজোট প্রার্থী হিসেবে লে. জে. মাসুদ উদ্দীন চৌধুরী অনেকটা নিশ্চিত।
এদিকে ফেনীর ৩টি আসনে আ.লীগের রয়েছে হেভিওয়েট প্রার্থী। কিন্তু চূড়ান্ত বিবেচনায় ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপিকে ছেড়ে দিতে হবে তা অনেকটা নিশ্চিত। শেষ মুহূর্তে আলাউদ্দিন নাছিমকে ঘিরে গোলকধাঁধায় পড়ে যায় দলীয় নেতাকর্মীরা।
অপরদিকে, সাবেক মন্ত্রী লে: কর্ণেল (অব:) জাফর ইমাম বীর বিক্রম, সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীসহ কয়েকজন নৌকার প্রার্থীতা চাইলেও মনোনয়ন দৌঁড়ে তারা সুবিধায় নেই বলে দলের বিভিন্ন সূত্র জানিয়েছে। বরাবরই এ আসনটি খালেদা জিয়ার ঘাঁটি হিসেবে দেশজুড়ে আলোচনায় রয়েছে। তিনি এ আসন থেকে ৫ বার এমপি নির্বাচিত হয়েছেন। এ অঞ্চলের নেতাকর্মীরা আশার আলো দেখছেন। খালেদা জিয়া নির্বাচনে এলে এখানে তার বিজয় শতভাগ নিশ্চিত।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব জানান, বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে পেতে নেতাকর্মী ছাড়াও স্থানীয় জনগণ অধির আগ্রহে অপেক্ষা করছে।
ফেনী-২ সদর আসনে আ.লীগের নৌকার হাল কে ধরছেন সর্বমহলে চলছে নানা জল্পনা কল্পনা। অপর দুটি আসন মহাজটের শরিকদের দখলে চলে যাচ্ছে। আ.লীগের নিজাম উদ্দিন হাজারীকে নিয়ে এবারো তৃণমূলের নেতাকর্মীরা আশাবাদী। জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। জয়নাল হাজারী এ আসনসহ ৩টি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন নাছির, জেলা যুবলীগের সাবেক আহবায়ক আজহারুল হক আরজু, সাবেক যুবলীগ নেতা কাজী ওয়ালী উদ্দিন ফয়সাল, আ.লীগ নেতা এডভোকেট ফারুক আলমগীর মনোনয়ন ফরম কিনেছেন। এ আসনে নিজাম উদ্দিন হাজারীর সম্ভাবনার বিষয়টি বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে। সাবেক এমপি ও খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদিন ভিপি দলের প্রার্থী হচ্ছেন বলে অনেকটা নিশ্চিত। রেহানা আক্তার রানু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সভাপতি রফিকুল ইসলাম মজনু জোর চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। ফেনী-৩ আসন সবচেয়ে বেশি আলোচিত। মহাজোট প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে দেড় ডজন নেতা নেত্রী তৎপর। কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য আবুল বাশার, কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক জহির উদ্দীন মাহমুদ লিপটন, অভিনেত্রী শমি কায়সার ও রোকেয়া প্রাচী সোনাগাজী উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনসহ আরো অনেকে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন। জাপার সভাপতিমন্ডলীর সদস্য ও এরশাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সাবেক আলোচিত সেনা কর্মকর্তা লে. জে. জেনারেল মাসুদ উদ্দীন চৌধুরী।
এ আসনে বিএনপি প্রার্থী হিসেবে অনেকটা চূড়ান্ত হয়েছেন আবদুল আউয়াল মিন্টু। ব্রিগেডিয়ার অব. নাসির উদ্দীন আহমেদ ও ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী, বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনী, দাগনভূইয়া উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক সাদরাজ জামান এ আসনে দলের মনোনয়ন পাবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় জনমত জরিপে ফেনীর ৩টি আসনে বিএনপির প্রতি ব্যাপক সমর্থন লক্ষ্য করা গেছে। ফলে যোগ্য প্রার্থী হলে নিরপেক্ষ নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয় অনেকটা সু-নিশ্চিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন