আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের কোটালিপাড়া- টুঙ্গিপাড়া ০৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ হাসিনার মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সহকারী রিটার্নিং অফিসার ও কোটালিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমানের হাতে মনোনয়ন পত্র তুলে দেন স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা। এসময় উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হাজী আমিনুজ্জামান খান মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জাহাঙ্গীর হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ সঞ্জয় বাড়ৈ জয়, সাবেক ভিপি রুহুল আমিন খান, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সাধারন সম্পাদক বুলবুল আহম্মেদ হাজরা, সাবেক ছাত্রনেতা এ্যাডঃ তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি রাসেল শেখ, জুয়েল মুন্সি, সামীম দাড়িয়া, এসএম মোর্শেদ হিরো, পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, সাধারন সম্পাদক আলী উজ্জামান জামির, সাবেক ভিপি নাজমুল সর্দার চপল, এসএলআর কলেজের ভিপি মাইনুল ইসলাম রিমো, রাজিব শেখ, শেখ জুলহাস, শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে সকাল থেকে উপজেলা পরিষদ এলাকায় নেতাদের পদচারনায় মুখোরিত হয়ে ওঠে গোটা এলাকা। পরে তারা সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন