শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাদ পড়লেন মায়া-শামসুল, নতুন প্রার্থী শফিকুর-রুহুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ পিএম

খেলাপি ঋণ থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের তালিকা থেকে বাদ পড়ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। একই কারণে বাদ পড়ছেন ড. শামসুল হক ভূঁইয়াও। তাদের আসনগুলোতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যথাক্রমে ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি নুরুল আমিন রুহুল ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান।
আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় থেকে বুধবার (২৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এসব তথ্য জানানো হয়েছে। কার্যালয় থেকে বলা হয়েছে, বুধবার রাত ১১টার পর নুরুল আমিন ও শফিকুর রহমানকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
এর আগে, চাঁদপুর-২ আসন থেকে ষষ্ঠবারের মতো নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। অন্যদিকে, চাঁদপুর-৪ আসনে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল বর্তমান এমপি ড. শামসুল হক ভূঁইয়াকে। কিন্তু তাদের দু’জনেরই খেলাপি ঋণ থাকায় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন