নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও মনোনয়নের বৈধতা পেলেন না জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। শুক্রবার ইসির অস্থায়ী এজলাসে আপিলের শুনানি শেষে তার মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করে ইসি। আজ ইসিতে দ্বিতীয় দিনের মতো আপিলের শুনানি চলছে।
এর আগে গত ২ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঋণখেলাপি হওয়ায় রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়। তিনি পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং এই আসন থেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন