রংপুরের পুত্রবধূ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন হবে উন্নয়নের নির্বাচন। আমি আর কিছুই চাই না, আপনাদের দোয়া চাই। বাকি জীবনটা দেশের মানুষের সেবা করে যেতে চাই। এ জন্য আওয়ামীলীগ প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। এবারের নির্বাচনেও নৌকার পালে হাওয়া লেগেছে। নৌকার বিজয় হবেই। আপনারা নৌকায় ভোট দিন, আমরা উন্নত জীবন উপহার দেবো।
তিনি আজ বিকেলে রংপুুরের পীরগঞ্জে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
স্পীকার ডঃ শিরিন শারমিন চৌধুরীকে নিজের মেয়ে উল্লেখ করে বলেন, আমার মেয়ে শিরিনকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আপনারা তাকে দেখে রাখবেন, সহায়তা করবেন। শিরীন নির্বাচিত হলে তাকে আমরা আবারও স্পিকার করতে পারব। জয় এবং পুতুলের মত শিরিনও আমার মেয়ে। আমি পেছন থেকে তাকে সাহায্য করে যাব। জয় এবং পুতুল ইতিমধ্যে তাকে সহায়তা করে যাচ্ছে। শিরীন আগে থেকেই আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা শিরীনকে সবসময় পাশে পাবেন। সে যেভাবে কাজ করছে আমি হলে অতোটা পারতাম না। কারণ আমার সারা দেশ নিয়ে ব্যস্ত থাকতে হয়। আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন। তাকে ভোট দেওয়া মানে আমাকে নৌকায় ভোট দেওয়া। পীরগঞ্জে আপনারা আমাকেই ভোট দেবেন। শুধু ব্যালটে থাকবে শিরীন শারমিন চৌধুরীর নাম।
তিনি আরও বলেন, ইতিমধ্যে আমরা পীরগঞ্জের ব্যাপক উন্নয়ন করেছি। আরও উন্নয়নের জন্য আমি একটা মাস্টার প্ল্যান করতে বলেছি।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বিগত বছরে আমরা দেশের যে উন্নয়ন করেছি, তা বিশ্বে রোল মডেল হয়ে আছে। আমরা ক্ষমতায় আসার পর রংপুরের, পীরগঞ্জের যে উন্নয়ন করেছি, তা বিগত আর কোন সরকারের আমলে হয়নি। বিগত দিনে রংপুর শুধু বঞ্চিতই ছিল।
তিনি পীরগঞ্জের উন্নয়নে শিরীন শারমিনকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি মানুষের জন্য খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, সব ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। কৃষকদের সার ও বীজের ব্যবস্থা করা হয়েছে। আর এটা হয়েছে একমাত্র আপনারা বার বার নৌকায় ভোট দিয়েছেন সেই কারণে। আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় গেলে একটি জমিও অনাবাদী থাকবেনা। প্রতিটি উপজেলায় ৫’শ ৬০টি আধুনিক মসজিদ করা হবে। তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে এ অঞ্চলে আরও উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন।
বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, জামায়াত একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা করেছে। তাদের সঙ্গে জোট করেছে বিএনপি। এই বিএনপি-জামায়াতের লোকেরা মানুষ পুড়িয়ে মেরেছে। যারা মানুষ পুড়িয়ে মারে তারা দানব। ধানের শীষের লোকদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ। তাদের ভোট দেবেন না। ধানের শীষ মানেই দুর্নীতি-লুটপাট। বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতির দায়ে জেলে, তার ছেলে (তারেক রহমান) পলাতক। তারা দেশবাসীকে কী দেবে?
তিনি বলেন, যেন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেজন্য নৌকায় ভোট চাই, দোয়া চাই। তারুণ্যের কাছে ভোট চাই, মা-বোনের কাছে ভোট চাই। আপনারা আমাদের ভোট দিন, আমরা উন্নয়ন করবো, উন্নত জীবন দেবো আপনাদের।
তিনি উন্য়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আরও একবার ক্ষমতায় আসার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা কেউ রোধ করতে পারবে না। যতই ষড়যন্ত্র করুক না কেন, কেউই এ উন্নয়নের গতি থামাতে পারবে না। তিনি নৌকায় ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দেয়ার জন্য এ অঞ্চলের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এর আগে তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে অপর এক নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন