শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শূন্য আসনে স্বতন্ত্র প্রার্থীকে বিএনপির সমর্থন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

আইনি জটিলতার কারণে প্রার্থী শূন্য হয়ে যাওয়া আসনগুলোতে স্থানীয়ভাবে বিকল্প প্রার্থীদের সমর্থন দিয়েছে বিএনপি। একাদশ জাতীয় নির্বাচনে আদালতের নির্দেশে ঐক্যফ্রন্ট তথা বিএনপির ১৬-১৮টি আসন প্রার্থী শূন্য হয়ে যায়। বিকল্পভাবে অন্য দল, স্বতন্ত্র, সমমনাদের সমর্থন দিয়ে তা পূরণ করছে বিএনপিবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো ফাঁকা থাকবে না। সব আসনে আমরা জোটের বিভিন্ন দলীয় প্রার্থীদের সমর্থন দিচ্ছি। তিনি বলেন, বিএনপি, ২০ দল ও ঐক্যফ্রন্ট কিংবা স্বতন্ত্র বাম আদর্শের যারা প্রার্থী আছেন তাদেরকে সমর্থন জানাচ্ছি। কাজেই কোনো আসন শূন্য থাকছে না।

ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন খন্দকার আবু আশফাক। উপজেলা চেয়ারম্যান নিয়ে আইনি জটিলতায় সর্বোচ্চ আদালতে তার প্রার্থিতা স্থগিত হয়ে গেছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি অ্যাডভোকেট সালমা ইসলামকে সমর্থন দিয়েছে বিএনপি। ঋণখেলাপির কারণে মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রীতার মনোনয়ন স্থগিত হয়েছে। সেখানে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামালকে সমর্থন দিয়েছে বিএনপি। জয়পুরহাট-১ আসনে বিএনপি ফজলুর রহমানকে ধানের শীষের প্রার্থী মনোনীত করা হয়। উপজেলা চেয়ারম্যান নিয়ে আইনি জটিলতার কারণে সর্বোচ্চ আদালতে তারও প্রার্থিতা স্থগিত হয়। সেখানে স্বতন্ত্র প্রার্থী আলেয়া বেগমকে সমর্থন দেওয়া হয়েছে। জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন রশিদুজ্জামান মিল্লাত। তার প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় ওই আসনে উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের ইঞ্জিনিয়ার সিরাজুল হককে বিএনপির সমর্থন দেওয়া হয়েছে। চাঁদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন এম এ হান্নান। কিন্তু উচ্চ আদালতে প্রার্থিতা স্থগিত হয়ে যায় তার। সেখানে বিএনপির বিকল্প প্রার্থী লায়ন হারুন অর রশীদকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে।
সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি জটিলতায় সর্বোচ্চ আদালতে গিয়েও তার প্রার্থিতা স্থগিত হয়। সেখানে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে মুকাব্বির খানকে সমর্থন দিয়েছে বিএনপি। বগুড়া-৭ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন মোরশেদ মিল্টন। উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করার জটিলতায় তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। সেখানে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে বিএনপি সমর্থন দিয়েছে। নাটোর-১ আসনে আইনি জটিলতায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মনজুরুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়। সেখানে বিএনপির শিরিন আক্তার ধানের শীষ প্রতীকে লড়বেন, রাজশাহী-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন আবু সাইদ চাঁদ।
উপজেলা চেয়ারম্যান জটিলতায় সর্বোচ্চ আদালতে তার প্রার্থিতা বাতিল হওয়ায় ওই আসনে বিএনপি প্রার্থীশূন্য হয়ে পড়ে। ওই আসনে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দল বা স্বতন্ত্র কোনো প্রার্থীও নেই। তাই ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন বা ইসলামী আন্দোলনের ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী বাবুল ইসলাম যে কাউকে দেবে বিএনপি, ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন আবদুল মজিদ। কিন্তু উপজেলা চেয়ারম্যান হওয়ায় শেষ পর্যন্ত তার প্রার্থিতা বাতিল হয়। ওই আসনে বিএনপি, ২০ দল বা ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী নেই। সেখানে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের আসাদুল ইসলাম, ইসলামী আন্দোলনের মাওলানা ফখরুল ইসলাম ও জাকের পার্টির আবু তালেব সেলিম প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এর মধ্যে বাসদের প্রার্থী আসাদুল ইসলামকে বিএনপি সমর্থন দিতে পারে, বগুড়া-৩ আসনে ধানের শীষের আবদুল মহিত তালুকদারের জায়গায় স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন (আপেল) এবং আবদুল মজিদের (ডাব) মধ্যে কোনো একজনকে সমর্থন দেয়ার কথা বিএনপির, ঢাকা-২০ আসনে ধানের শীষের তমিজউদ্দিনের জায়গায় বিকল্প কোনো প্রার্থী নেই। এই আসনটিতে আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জেএসডির এম এ মান্নান তারা প্রতীকে নির্বাচন করছেন। তাকেই সমর্থন দেবে ঐক্যফ্রন্ট। রাজশাহী-৫ আসনে নাদিম মোস্তফার পরিবর্তে, বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া হয়েছে, নওগাঁ-১ আসনে সালেক চৌধুরীর পরিবর্তে বিএনপির আরেক প্রার্থী মোস্তাফিজুর রহমানের হাতেই শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীক থাকছে। আইনি জটিলতায় মানিকগঞ্জ-১ আসনে এস এ কবীর জিন্নাহর পরিবর্তে খোন্দকার আবদুল হামিদ ডাবলু ধানের শীষ প্রতীকে লড়বেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
Shah Afzal ২৯ ডিসেম্বর, ২০১৮, ১:২৯ এএম says : 0
আগামী ৩০ তারিখ আমার আপনার একটি ভোটেই মুক্তি পাবে গণতন্ত্র। মুক্তি পাবেন দেশমাতা বেগম খালেদা জিয়া। মুক্তি পাবে আমার আপনার কারাবন্দী ভাই।
Total Reply(0)
Muhammad Masum ২৯ ডিসেম্বর, ২০১৮, ১:২৯ এএম says : 0
সকল অত্যাচার-নির্যাতন থেকে দেশের মানুষকে মুক্ত করতে হলে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। ৩০শে ডিসেম্বর সকল বাধা মোকাবেলা করে গনতন্ত্র মুক্তির লক্ষ্যে সকাল সকাল ভোট দিন।
Total Reply(0)
Robin Khan ২৯ ডিসেম্বর, ২০১৮, ১:৩১ এএম says : 0
ভোট দিতে যাবেন সবাই।এটা আমাদের অধিকার। কোন ভয় পাবেন না।আমরা বীরের জাতি। গুলি করে মেরে তো আর ফেলবে না। হাজার হাজার মানুষ ভোট দিতে গেলে,কোন ভয় নেই।কোন অপশক্তি কে ভয় পাবেন না।সেনাবাহিনী, পুলিশ আছে।পছন্দের মার্কায় ভোট দিবেন।
Total Reply(0)
Anwar Hossain ২৯ ডিসেম্বর, ২০১৮, ১:৩৩ এএম says : 0
সব শঙ্কা উড়িয়ে দিন, নিজের ভোট নিজে দিন। আপনি যে মতবাদের বিশ্বাসীই হউন না কেন, আপনার ভোট নিজের পছন্দের প্রার্থীকে নিজ হাতে দিন। এ সুজোগ পাঁচ বছর পর একবার আসে। এবার আসলো দশ বছর পর। ভয় পাচ্ছেন?!? হাতে বিশেষ দলটির কাগজ রাখুন, হাসি মুখে ওদের বুথ থেকে ভোটার নাম্বার নিন, ভেতরে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে নিজ হাতে ভোট দিন। ওরাও খুশি, আপনিও দায়িত্ব পালন করলেন।
Total Reply(0)
Anwar Hossain ২৯ ডিসেম্বর, ২০১৮, ১:৩৩ এএম says : 0
Jhenaidah 2 er Alternate candidate k?
Total Reply(0)
Asif Ahmed Shuvo ২৯ ডিসেম্বর, ২০১৮, ১:৩৪ এএম says : 0
নিলফামারী চার আসনে বি এন পির কোন প্রাথী নাই
Total Reply(0)
Khan ২৯ ডিসেম্বর, ২০১৮, ১:৪৮ এএম says : 0
Cust your vote to BNP or any Awami entry
Total Reply(0)
arian ২৯ ডিসেম্বর, ২০১৮, ১০:১৬ এএম says : 0
alhamdulillah, daner shish bojoy hobe.
Total Reply(0)
Nejam Anowar ২৯ ডিসেম্বর, ২০১৮, ১০:৪২ এএম says : 0
It's a very good Decision for them
Total Reply(0)
MD Abu Taher ২৯ ডিসেম্বর, ২০১৮, ১০:৪২ এএম says : 0
We expect the victory of BNP
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন