বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রাতেই বাক্সে ব্যালট পেপার কেটে ভরা হচ্ছে: বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:২৮ এএম

রাতেই অতিরিক্ত বাক্সে ব্যালট পেপার কেটে ভরা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

বিএনপি এই নেতা বলেন, আমরা খবর পাচ্ছি রাতেই বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্সে পৌঁছে যাবে। সেখানে ভোট কেটে ব্যালট বাক্সে ভরা হচ্ছে।

তিনি বলেন, প্রশ্ন উঠতে পারে যে সকালে তো শূন্য বাক্স দেখানো হবে। কিন্তু আমার জানতে পেরেছি- প্রত্যেক কেন্দ্রে একটি করে অতিরিক্ত বাক্স দেয়া হয়েছে।

ওই বাক্সে আগেই ভোট কেটে রাখা হলে- তাহলে বিরোধী প্রার্থীদের বিজয়ের সম্ভবনা থাকে, না?, যোগ করেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, আমরা সুনির্দিষ্ট করে তথ্যটা বলছি না একারণে তারা সজাগ হয়ে যাবে। তাই আমরা রিটার্নিং অফিসারকে জানিয়েছে।

তিনি বলেন, পুলিশ ও স্থানীয় প্রশাসনের যোগসাজশে এ কাজটি করা হচ্ছে। আমরা এর নিন্দা জানাই।

বিএনপি এই নেতা বলেন, নির্বাচনকে প্রহসনে পরিণত করা পরিকল্পনাকে রোধ করা দেশবাসীর কর্তব্য। দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।

নজরুল ইসলাম খান বলেন, ঢাকা-৯ ও ১৪ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট কেটে বাক্সে ভরা হচ্ছে।

তিনি বলেন, মির্জা আব্বাস, মওদুদসহ কয়েকজন প্রার্থী অবরুদ্ধ অবস্থায় আছে। এভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আহমেদ আজম খান, উপদেষ্টা সুকোমল বড়ুয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জাম হোসেন আলাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন