বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভোটের কার্যক্রম পর্যবেক্ষণে ইসিতে আ’লীগ-বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১:০৪ পিএম

চলমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার‌্যক্রম পর‌্যবেক্ষণ

করতে নির্বাচন কমিশনে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী
দল-বিএনপি’র প্রতিনিধি দল।

রোববার ভোটগ্রহণে শুরু হয় সকাল ৮টায়। একে একে নির্বাচন কমিশনরা আসতে
থাকেন। তার আগেই রাত থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো
চত্বর সাত স্তরে নিরাপত্তা বেষ্টনীতে নিয়ে নেয়।

ভোরে সূর‌্য উঠার আগে থেকে ভিড় জমাতে থাকেন সাংবাদিকরা। আর ভোটগ্রহণ
শুরুর পরপরই আ’লীগ, বিএনপির প্রতিনিধি দলও এসেছে। তারা ভোটের ফলাফল
প্রকাশ না পর‌্যন্ত থাকবেন।

আ’লীগের নির্বাচন কমিশন সমন্বয় উপ-পরিষদের টিম লিডার আখতারুজ্জামানের
নেতৃত্বে প্রতিনিধি দল। তিনি বলেন, আট ঘণ্টা করে তাদের নেতারা নির্বাচনের
ফলাফল ঘোষণা শেষ না হওয়া পর‌্যন্ত বাই রোটেশনে থাকবেন। তবে আখতারুজ্জামান
টিম লিডার হিসেবে কমন থাকবেন।

অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্ব
এসেছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল। তিনি জানান, তাদের প্রতিনিধিরাও আট
ঘণ্টা করে দলের পক্ষ থেকে দায়িত্ব পালন করবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোটগ্রহণ চলছে। সবগুলো (৩৯টি)
নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এই নির্বাচনে মোট ১ হাজার ৮৬১
জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৩৩
জন আর স্বতন্ত্র প্রার্থী ১২৮ জন।

নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান
জানিয়েছেন, আওয়ামী লীগ ও শরিকদের মিলিয়ে নৌকা মার্কায় ২৭২ জন প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বিপরীতে ধানের শীষ প্রতীকে বিএনপি ও শরিকদের
প্রার্থী রয়েছেন ২৮২ জন। আর সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে হাতপাখা প্রতীকের
ইসলামী আন্দোলনের। এই দলটি ২৯৯টি আসনে প্রার্থী দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন