সুমন আমীন
স্বপ্ন সওদাগর
(প্রিয় কবি আল মাহমুদকে)
এই পাললিক ব- দ্বীপে
এখন আপনার উপস্থিতির অনিবার্যতা
কায়মনোবাক্যে সকলের কাম্য
আরো কিছুদিন থেকে যান হে স্বপ্ন সওদাগর।
দিবা স্বপ্নে বিভোর ঘুমন্ত জাতি
জেগে উঠুক আপনার ঘুম তাড়ানিয়া গান,কবিতায়।
আপনার জাদুময় সোনার হরফে
লেখা হোক ফের প্রেমের ‘সোনালী কাবিন’
লোকজ শব্দের সুনিপুনতায় প্রাণ পাক ফিরে
কবিতার উষর জমিন।
আমাদের নির্জীব রক্তশিরায়
জ্বলে উঠুক চেতনার ‘বখতিয়ারের ঘোড়া’
পান কৌড়ির পাখায় ভেসে আসুক
মুয়াজ্জিনের সুমধুর আওয়াজ।
আমাদের ইতিহাস আমাদেরই থাক
যতই আসুক বাঁধা বালিয়ারি ঝ
আরো কিছুদিন থেকে যান হে স্বপ্ন সওদাগর।
দ্বীপ সরকার
নিকোটিনের কবি
চা কাপে সঞ্চারিত উত্তাপ-নিকোটিনের ওড়াউড়ি
কিছুক্ষণ বাদে ফিরতি নিকোটিনের ফিসফিসানি
কবি নিশ্চুপ দেখে যাচ্ছেন সমগ্র ধূঁয়োবাজি-
কবির নাকপাশে ভাবনার ঘোর
চোখের কোষে কোষে কালো অক্ষরের বিন্যাস
উদ্ভট এবং বাউন্ডুলে চুল এলোমেলো
চেয়ারে বসা অন্য লোকটি
কবিকে টোকা দিলেন ভঙ্গিতে
কবির চেতনায় আলগা হতে থাকে তামাটে চোখ।
সালমা সেতারা
সতত ভুল
আন্ত শামুক আংটি করে পরেছো আকীক ভেবে।
অ-মূল্যমানে আঙ্গুল ও কেটেছো তবে,
এইতো সতত ভুল, ঝরছে রক্ত কাঁদছো করুণ করে।
সময় পেলে না বোঝার, নিনাদের পাশে নাকি কান্নার
কোনো সাযুয্য নেই।
এক আকাশ তার ফেলবে তো ছায়া এক সাগরের বুকে
সমতুল ভার চিরদিনই,সমতুল আধারে থাকে।
আর সে কথা সবারি মূলত জানা
বেঁকে যাওয়া কঞ্চি সোজা করতেই শত ভাঁজে ভেঙে যায়,
অতপর শেষকৃত্য ঘটে জ্বলন্ত সমাপনে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন