শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

এ সপ্তাহের কবিতা

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৯, ১২:০৯ এএম

মিজানুর রহমান তোতা

হৃদয়ে রক্তক্ষরণ অবিরত

শেষ কথাটি বলা হলো না
ঘুমের কোলে চোখ বন্ধ
হঠাত পাথর হয়ে গেলে
আর চোখের পাতা মেললে
না, বললে না ওগো এটা করো
ওটা করো না।
নাহ মোটেও মানতে পারছি না
কঠিন সত্যের মুথোমুখি হয়ে
এভাবে হৃদয়ে রক্তক্ষরণ হবে
আকস্মিক ভাবতে পারিনি, যেদিকে
ত্কাায় ভেসে ওঠে মায়াবী চেহারা।
একে একে দায়িত্ব পালন হলো
থেমে থাকেনি কোনকিছুই
সব শব্দ কানে আসছে অবিরত
পায় না শুধু পরিচিত সেই শব্দটি।
আর কখনো শুনতে পারবো না
কখনো বলা হবে না কথা।
সবকিছুই আছে যথারীতি
নেই শুধু তুমি, আমি একাকী
পথ চলতে ক্লান্ত হয়ে নিথর হবো
তুমি যেমন হয়েছো মুহুর্তে পাথর।

আহমদ আবদুল্লাহ
রক্ত স্রোত

অনেক বিস্মৃত স্মৃতি আজ মনে পড়ে
কিভাবে ঘরের ছেলে ফিরে এলো ঘরে।
চোখ আজো অশ্রুময় বিয়োগ ব্যাথায়
বিপন্ন শোকের আর্তি ধ্বনি শোনা যায়।
কত ত্যাগ তিতিক্ষার বিপন্ন দিনের
মনে পড়ে কত কথা ন›মাসের যুদ্ধের।
কী মহান স্বাধীনতা কত স্বপ্নে আঁকা
কী উজ্জ্বল রৌদ্র-মেঘে বিজয় পতাকা।
পৃথিবীর মানচিত্রে সে এক বিস্ময়-
অবশেষে যুদ্ধ শেষে কাঙ্খিত বিজয়।
স্বাধীন হৃদয় আজো দৃঢ় অবিচল
সেই রক্ত স্রোত-ধারা হয়নি নিষ্ফল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন