শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রাঙ্গণেমোর-এর নাটকের ৭ প্রদর্শনী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম


বাংলাদেশের অন্যতম প্রধান নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’ স্বাধীনতার এ মাসে আমন্ত্রিত হয়ে ১৬ দিনে ৭টি জেলায় ৪টি নাটকের ৭টি প্রদর্শনী করতে যাচ্ছে। ইতোমধ্যে ১২ মার্চ সিলেটে দলটির নাটক ‘ঈর্ষা’ মঞ্চস্থ করেছে। আগামী ১৬ মার্চ রাজশাহীতে ‘হাছনজানের রাজা’, ১৮ মার্চ কুমিল্লাতে ‘হাছনজানের রাজা’, ২০ মার্চ জয়পুরহাটে ‘আওরঙ্গজেব’, ২২ মার্চ রংপুরে ‘ঈর্ষা’, ২৪ মার্চ সিরাজগঞ্জে ‘হাছনজানের রাজা’ এবং ২৭ মার্চ মাদারীপুরে ‘কনডেম্ড সেল’ নাটকগুলো প্রদর্শিত হবে। ‘ঈর্ষা’, ‘হাছনজানের রাজা’ ও ‘আওরঙ্গজেব’ নাটকগুলো নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অনন্ত হিরা এবং ‘কনডেম্ড সেল’ নাটকটি নির্দেশনা দিয়েছেন নির্দেশক ও অভিনেতা আওয়াল রেজা। ‘হাছনজানের রাজা’ নাটকটি রচনা করেছেন শাকুর মজিদ, ‘কনডেম্ড সেল’ নাটকটি রচনা করেছেন অনন্ত হিরা এবং ‘ঈর্ষা’ নাটকটির নাট্যকার সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন