শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

একটি সুতার জবানবন্দীর প্রদর্শনী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

রানা প্লাজা ট্র্যাজেডির ৬ষ্ঠ বার্ষিকীতে জার্মান কালাচারাল সেন্টার গ্যোথে ইন্সটিটিউট আয়োজন করেছে কামার আহমাদ সাইমনের ৫০ মিনিটের ছবি ‘একটি সূতার জবানবন্দী’র বিশেষ প্রদর্শনী। ‘দ্য এশিয়ান পিচ’ বিজয়ী চলচ্চিত্রটি যৌথ প্রযোজনা করেছে জাপানের এন এইচ কে, কোরিয়ার কে বি এস, তাইওয়ানের পি টি এস এবং সিংগাপুরের মিডিয়াকর্প টেলিভিশন চ্যানেল। সেই থেকে প্রত্যেক বছর এপ্রিল মাসে একটি বিশেষ প্রদর্শনী হচ্ছে চলচ্চিত্রটি। ‘শুনতে কি পাও!’ খ্যাত নির্মাতা কামার আহমাদ সাইমন এখন ব্যস্ত আছেন তার নির্মিতব্য ওয়াটার ট্রিলজির দ্বিতীয় চলচ্চিত্র অন্যদিনÑএর পোস্ট ও শিকলবাহা-এরর প্রি-প্রোডাকশন নিয়ে। কামার জানান, একটি সূতার জবানবন্দী আমার একটা অসমাপ্ত সিনেমা। প্রচলিত অর্থে প্রামাণ্য বা ফিকশন কোনটাই না এটা। কয়েকটা মনোলগ, যা আমাকে অনেকদিন ঘুমাতে দেয়নি, তার একটা ভিডিও কোলাজ মাত্র। অনেকেই যারা সিনেমাটা দেখেছেন, আবার দেখতে চেয়েছিলেন... আবার অনেকেই যারা দেখেননি, তাদের জন্যেই এই বিশেষ আয়োজন। ঢাকার ধানমন্ডিস্থ গ্যোথে ইন্সটিটিউটে ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রদর্শনী। এরপর দর্শকদের প্রশ্নোত্তর পর্বে যোগ দিবেন কামার আহমাদ সাইমন, পর্বটি পরিচালনা করবেন প্রথম আলো বর্ষসেরা পুরষ্কার বিজয়ী কথাসাহিত্যিক সুমন রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন