শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নূর হোসেনের দুর্নীতি মামলা চলবে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম


দুর্নীতির মামলা থেকে চাঞ্চল্যকর সাত খুনের আসামি নূর হোসেনকে অব্যাহতির আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিচারিক আদালতে তার বিরুদ্ধে চলমান মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কেএম হাফিজুল আলমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বিচারিক আদালত নূর হোসেনকে অব্যাহতি দিয়েছিলো। এ আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আপিল (ফৌজদারি রিভিশন) করলে শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন। আদেশের পর আদালত থেকে বেরিয়ে সরকারপক্ষীয় কৌসুলি একেএম আমিনউদ্দিন মানিক জানান, নূর হোসেনকে অব্যাহতি দিয়ে বিচারিক আদালতের আদেশ দিয়েছিলেন। এটির বিরুদ্ধে দুদক ফৌজদারি রিভিশন করে। হাইকোর্ট তখন রুল জারি করেন। আজ (গতকাল বুধবার) হাইকোর্ট আদেশ প্রদানের মাধ্যমে রুল নিষ্পত্তি করেন। এর ফলে বিচারিক আদালতে নূর হোসেনকে অব্যাহতি প্রদানের আদেশটি বাতিল হয়ে গেল। এখন তার বিরুদ্ধে দুর্নীতির মামলাটি চলবে। এ মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত। তিনি আরো জানান, নূর হোসেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন ১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদের অনুকূলে প্রাপ্ত ভূমি উন্নয়ন করের এক শতাংশ অর্থ বরাদ্দের ৫ লাখ টাকা ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেন। বিষয়টি তৎকালিন জেলা দুর্নীতি দমন ব্যুরো, নারায়ণগঞ্জের তদন্তে প্রমাণিত হলে পরিদর্শক ঋত্বিক সাহা ২০০২ সালের ২৮ নভেম্বরে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করেন। সেই মামলাটিই এখন বিচারাধীন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন