টেকনাফে পুলিশের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্র, মাদক, হত্যাসহ বিভিন্ন মামলার পলাতক তিন আসামি নিহত হয়েছে। এ সময় এএসআই হাবিব উল্লাহ, কনস্টেবল রাকিবুল ও দেলোয়ার আহত ও ৩টি এলজি, ৬ রাউন্ড তাজা গুলি, ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভোরে উপজেলার বাহারছড়া পাহাড়ি এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলো, উখিয়া বালুখালী ১৭ নাম্বার রোহিঙ্গা বস্তির ফজল আহাম্মদের ছেলে মো. জামিল (২০), একই রোহিঙ্গা বস্তির নবী হোসেনের ছেলে মো. আসমত উল্লাহ (২১), টেকনাফের বাহারছড়া নতুনপাড়া এলাকার মৃত মো. আলীর ছেলে মো. রফিক (২৪) টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, হত্যা অস্ত্র ও মাদক মামলায় জড়িত থাকা ও বহু মামলার পলাতক ৩ আসামি আটকের পর তাদের স্বীকারোক্তিতে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোররাতে বাহারছড়া শামলাপুর ঢালা এলাকায় জঙ্গলের ভিতর অস্ত্র ও ডাকাত দলের চোরাই পণ্য উদ্ধারে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওৎ পেতে থাকা সহযোগী, অস্ত্রধারি সন্ত্রাসীরা পুলিশ লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে অস্ত্রধারি সন্ত্রাসীরা সু-কৌশলে পালিয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন