বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

এ সপ্তাহের কবিতা

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ৯:৪৩ পিএম

সুপান্থ মিজান

কবিতার কবি

ভেবে নিয়ো আমি তোমাদের কেহ নই
নীলাকাশ হতে খসে পড়া ধ্রæবতারা।
অনাদরে রাখা সোনালী ধানের খড়
আগুনে আগুনে হয়ে যাই দিশেহারা।

মনে করো আমি বেমালুম বেলাভূমি,
জোয়ার-ভাটায় নিষ্ফল কোলাহল,
অথবা বাতাসে উড়ে যায় কিছু ধুলি
মোহনায় নদী অবিরত ফেলে জল।

ভেবে নিয়ো আমি উদ্যানে সাদা তরু
শান্ত বায়ুুতে ক্ষয়ে ক্ষয়ে পড়ে দেহ,
আদালতে নেয়া কালি বিহীন লেখনী
আদর-যতনে পকেটে রাখে না কেহ।

মনে করো আমি পথভুলা যাযাবর,
পাইনি আজও নিজের ঠিকানা খুঁজে,
আঘাতে আঘাতে পুড়ে গেছে এই মন
আপন ভাবিয়া নেয়নি হৃদয় বুঝে।

ভেবে নিয়ো আমি ঝরে পড়া একফুল
দু’নদীর জলে ভেসে গেছে সুগন্ধি,
ভাগ্যের ছলে হারিয়েছি সব কুল,
বেদনার সাথে করে যাই সুসন্ধি।

মনে করো আমি জলহীন এক নদী,
ভাসে না হেথায় সোনার নৌকাখানা।
ঝর্না যেখানে হারায় নিজের গতি,
নিজেকে নিজের হয়নি আজও জানা।।

দ্বীপ সরকার
বিরান হওয়ার রাত

একটা বিরান হওয়ার রাতÑ
জামদানি কুয়াশার ভেতরে, চারপাশে জ্বালাময়ী ঝোপঝার
লুণ্ঠণের আওয়াজ থেকে আসছে রাতের ডাক
কবরের পাশে বসে বসে রাতকে করছি আয়ত্ব
অদ্ভুত অপেক্ষা সব!
সেদিনের সেই ভৌতিক রাতের কথা ভুলিনিÑ
ক্ষণে ক্ষনে বিরান হচ্ছি,বিরান হচ্ছে পাশে বসা রাত
ভয়ার্ত শিয়ালের ডাকে নেচে উঠছে শরীর
হাতের কবজিজুরে পেতনিদের ছায়া পড়ে আছে যেনো
বৃক্ষের মর্মরও বেশ ঢুকে পড়ছে, শিউরে উঠি
কাঁপে গলার ভেতরকার অনুগত আওয়াজ!
তবুও নিজেকে দাঁড়িয়ে রেখেছি, বসে রেখেছিÑ
আরেকটু পরেই ঢুকে যাবো কাঙ্খিতের গতরে
অপেক্ষার ভেতরে আরো কতোনা ব্যাপার থাকে বাপু !

মাহবুবা করিম
আপনি

আপনি প্রেমিক বটে -বড্ড সেকেলে;
নইলে কী আর তাকিয়ে থাকেন পঁয়তালি­শ ডিগ্রি এঙ্গেলে,
কথা বলেন প্যাঁচিয়ে,
চিঠি লিখেন ইনিয়ে-বিনিয়ে
আঙিনায় পুতে যান বশিকরণ তাবিজ;
এইসব দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায়, আমার যৌবন ফুরিয়ে যাচ্ছে-মহাশয়
দেখুন না শর্টকাট প্রেমিকা হতে পারি কী না?

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন