পদ-পদবী ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে নড়াইল জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারীরা ২ দিনের কর্মবিরতি পালন করেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করে কর্মচারীরা। বাংলাদশ কালেক্টরেট সহকারী সমিতির আয়োজনে নড়াইল জেলা শাখা এ কর্মসূচি পালন করে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন কালেক্টরেট সমিতির জেলা সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সহ-সভাপতি কাজী কামরুল, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার বসু প্রমুখ। এসময় বক্তারা বলেন প্রধানমন্ত্রীর অনুমোদন দেবার পরেও পদবী ও গ্রেড পরিবর্তন করা হয়নি। দাবী মানা না হলে আগামীতে লাগাতার আন্দোলনের হুমকি দেন বক্তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন