শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

করোনাভাইরাস ঠেকাতে ক্যাম্প

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাবান্ধা স্থলবন্দরে সন্দেহজনক যাত্রীদের মেডিক্যাল চেকআপের জন্য জরুরি মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে।
কয়েক সপ্তাহ জুড়ে চীনে করোনা ভাইরাসে হাজার হাজার লোক আক্রান্ত হওয়ার খবরে চীনের প্রতিবেশী দেশসহ সারা বিশে^ চীনা নাগরিকদেরকে যাতায়াতের ওপর সতর্ক দৃষ্টি রাখছে। একই সঙ্গে দেশের সকল স্থল ও নৌ বন্দরে দেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষাসহ সতর্ক দৃষ্টি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা অনুযায়ী তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থল বন্দরে সন্দেহজনক যাত্রীদের মেডিক্যাল চেকআপের জন্য জরুরি ক্যাম্প বসানো হয়েছে।
গতকাল থেকে ভারত, নেপাল, ভুটান ও চীন থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের কারণে নোবেল করোনা ভাইরাস যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য আগত রোগীদের সনাক্ত করনের জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এ টিম জেলা পর্যায়ের নির্দেশনা মোতাবেক কাজ করে যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আবু তাহের আনসারী ২৯ জানুয়ারি, ২০২০, ১০:০৬ এএম says : 0
সঠিক
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন