শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

১ ব্যাড বয়েজ ফর লাইফ
২ দ্য জেন্টলমেন
৩ নাইন্টিন সেভেন্টিন
৪ লিটল উইমেন
৫ দ্য টার্নিং

দ্য জেন্টলমেন
গাই রিচি পরিচালিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘দ্য জেন্টলমেন’। ‘আলাদিন’ (২০১৯), ‘লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস’ (১৯৯৯), ‘স্ন্যাচ’ (২০০১), ‘সোয়েপ্ট অ্যাওয়ে’ (২০০২), ‘রিভলভার’ (২০০৫), ‘রকএনরোলা’ (২০০৮), ‘শার্লক হোমস’ (২০০৯), ‘শার্লক হোমস: আ গেম অফ শ্যাডোজ’ (২০১১), ‘দ্য ম্যান ফ্রম ইউ.এন.সি.এল.এ.’ (২০১৫) এবং ‘কিং আর্থার: লেজেন্ড অফ দ্য সোর্ড’ (২০১৭) রিচি পরিচালিত চলচ্চিত্র।
যুক্তরাজ্যে মার্কিন অভিবাসী গ্যাংস্টার মিকি পিয়ারসন (ম্যাথিউ ম্যাকনোহে) মারিয়ুয়ানা ব্যবসার এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। তরুণ গ্যাংস্টার ড্রাই আই (হেনরি গোল্ডিং) তার মারিয়ুয়ানার সাম্রাজ্য কিনে নেবার প্রস্তাব দেয়। মিকি প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যানে ক্রুদ্ধ হয়ে আধিপত্য গ্রহণের জন্য ড্রাই আই মিকির দলের বিরুদ্ধে পূর্নাঙ্গ যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় এক ভয়ানক রক্তক্ষয়ী গ্যাঙওয়ার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন