শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বন্ধ হয়ে গেল ঠাকুরগাঁও চিনিকল

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

আখের অভাবে বন্ধ হয়ে গেছে ঠাকুরগাঁও সুগার মিলের উৎপাদন। ফলে চলতি মাড়াই মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না চিনিকলটি। এতে গত কয়েক বছরের মতো এবারও চিনিকলটি কোটি কোটি টাকা লোকসান নিয়ে বন্ধ হলো। শুক্রবার দুপুরে জেলার সুগার মিলস্ লিমিটেড এর এবারের ৬২তম আখ মাড়াই মৌসুমের সমাপ্তি ঘোষণা করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন। চিনিকল সূত্রে জানা গেছে, এবার জেলা সুগার মিলস এর ৬২তম আখ মাড়াই শুরু হলেও নির্ধারিত দিনের ২মাস আগেই সমাপ্তি টানতে হলো মিল কর্তৃপক্ষকে। মাত্র ৪২ দিনের কার্যক্রমে সমাপ্তি হয় এবারে আখ মাড়াই। ৬৫ হাজার মেট্রিক টন আখ ও ৪৭ হাজার মে:ট: চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম শুরু করলেও এ পর্যন্ত ৪২ দিনে ৫৩ হাজার ৭শ ৩০ মে. টন আখ এবং ৩২০১ মে.টন চিনি উৎপাদন হয় বলে জানা গেছে। মিলের ডেপুটি প্রোডাক্শন ম্যানেজার হাসানুজজামান বলেন, এ বছর জেলার ১৪ হাজার একর জমিতে আখ চাষ হয়। তবে পর্যাপ্ত আখের অভাবে বন্ধ করতে হলো মিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন