শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রামগঞ্জকে মডেল উপজেলায় রূপান্তরে মতপ্রার্থক্য থাকা ঠিক না

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি

ল²ীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ল²ীপুর জেলাকে মডেল জেলায় রূপান্তর করতে দলের বৃহত্তর স্বার্থে কোন মতপ্রার্থক্য থাকা উচিত না। জেলাসহ রামগঞ্জ উপজেলার সার্বজনিন উন্নয়নে উপজেলা চেয়ারম্যান ও এমপির সমন্বয় থাকলে কোন উন্নয়নের ঘাটতি হওয়ার কথা না। আপনাদের এ এলাকার নেতা হচ্ছেন আ. লীগের দ্বিতীয় ব্যক্তিত্ব ওবায়দুল কাদের। মাননীয় স্পীকারও আপনাদের এলাকার। এলাকার উন্নয়নে নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। একটা জিনিস মানতে হবে ‘জল জল কুপের জল-বল বল বাহুবল’। আপনি তখনি বাহুবলে বলীয়ান হতে পারবেন, যখন আমাদের দলের মাঝে কোন মতপ্রার্থক্য থাকবে না।
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি গত সোমবার দুপুরে ল²ীপুরের রামগঞ্জ সরকারি কলেজের ৬তলা বিশিষ্ট বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ উমেষ চন্দ্র লোধের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন, ল²ীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খাঁন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ল²ীপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন।
পৌর আ.লীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার স্পীনা রানী প্রামানিক, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, রামগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীরা ও আ.লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন