নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের মগুয়া গ্রামে চাঁদা না দেয়ায় ৬ ছাত্রলীগ-যুবলীগ নেতার বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় এক সদ্য ভূমিষ্ঠ শিশু ও গর্ভবতীসহ ৭ জন আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢালুয়া ইউনিয়নের মগুয়া গ্রামের আনা মিয়ার ছেলে নেছার উদ্দিন রাতে পার্টি দেয়ার কথা বলে ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরমান হোসেন, ওয়ার্ড যুবলীগ সহসম্পাদক আল আমিন, যুবলীগ নেতা ফারুক হোসেন, শ্রমিকলীগ নেতা রাসেল হোসেন, ছাত্রলীগ নেতা পাবেল ও নয়নের নিকট চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নেছার ও একই গ্রামের হৃদয়, সিপাত, সৌরভ, শেখ ফরিদসহ ১৫/২০ জনের সন্ত্রাসী গ্রæপ গত বৃহস্পতিবার গভীর রাতে তাদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। সন্ত্রাসীদের হামলায় মগুয়া গ্রামের স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরমান হোসেনের ভাতিজি সদ্য ভ‚মিষ্ঠ শিশু তাহসিন, ওয়ার্ড যুবলীগ সহসম্পাদক আল আমিনের গর্ভবতী স্ত্রী রাসেদা বেগম (২৫), মো. বাবুল (২৭), আরিফ (২২) ও আরমান (১৫), নাদেরুজ্জামানের মেয়ে মমতাজ বেগম (৩৫), আলী আকবরের স্ত্রী আলেয়া বেগম (৫০) আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন