শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাণীশংকৈলে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

রাণীশংকৈলে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার শিবদিঘী পৌর মার্কেটে কেন্দ্রীয় টাউন ক্লাবে সকাল হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে খাইরুল ইসলাম রিকশা প্রতীক নিয়ে ৪৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোকবুল হোসেন চেয়ার প্রতীক নিয়ে ৫ ভোটের ব্যাবধানে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক হারিকেন প্রতীক নিয়ে ৩৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মফিজুল ইসলাম গরুগাড়ি প্রতীক নিয়ে ১৮৪ ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আশরাফ আলী ডাব প্রতীক নিয়ে ৩৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাংগঠনিক সম্পাদক পদে নইমুদ্দীন হাতপাখা প্রতীক নিয়ে ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আনিসুর রহমান বাকী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন