শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মুজিববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় এলজিইডি হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এ প্রতিযোগিতার আয়োজন করে। চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মো. শাসুজ্জামান।
এ সময় পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এর সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন নবী জিন্নাহ, বিচারক (নাচের) গাছি গাংগুলি, মো. শহিদুল ইসলাম, ধনেশ চন্দ্র রায়সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন