গফরগাঁও উপজেলায় বাড়ির সামনে গর্তের পানিতে পড়ে কাউসার নামে দেড় বছর বয়সের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটে আজ শনিবার বেলা ১১টায় উপজেলার তেতুলিয়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার তেতুলিয়া গ্রামের বসু মিয়ার বাড়ির সামনে গর্ত করে পারিবারিক কবরস্থানে মাটি ভরাট করানো হয়। পাশে ব্রহ্মপুত্র নদ থেকে উত্তোলনকৃত বালুর পানি এসে সেই গর্তটি ভরে যায়। শনিবার বেলা ১১টার দিকে বসু মিয়ার শিশুপুত্র কাউসার সকলের অজ্ঞাতে খেলতে গিয়ে গর্তের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি করে বাড়ির সামনে গর্তের পানিতে ভাসতে দেখে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন