শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

কবিতা

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

 

মিজানুর রহমান তোতা
মনে পড়ে কী সেই কথা?

তোমার কী মনে পড়ে সেদিনের কথা?
তুৃমি বারবার বলেছিলে আমারই থাকবে।
যাবে না কোথাও, সেকথা কত জনের
বলেছো ?
ভাবনায় কী আসো একবার?
ভাবো বারবার নতো হবে মাথা,
আমি থমকে গেছি মুষঢ়ে পড়েছি,
অবাক হয়েছি একি কান্ড।
চাঁদের দেখেছি সেদিন।
আজ দেখছি তারার মেলায় মেঘে ঢাকা।
অন্ধকার চাঁদেরকণা, কেন ষেন হাপাচ্ছি।
কপালে হাত দিয়ে দেখি ঘামের পানি।
স্বপ্ন দেখছি ,ভাবছি তোমার কথা ।
ডাকছি, শুনতে কী পাও?
তোমার কানে পৌঁছায় না?
আমার হৃদপিন্ডের কাঁপানো শব্দ।
কত ব্যাথা কত হাহাকার গুমরে মরছে।
ওহো মনে নেই তো, ক্ষমা করে দিও।
তুমি যে চিরবধির।

আহমেদ রাজিব
ফিরে এসো

ফিরে এসো আঠারো কোটি মানুষের অন্তরে প্রেরনা হয়ে
একটি বারের জন্যও ভুলতে পারিনি-
বিবেকের কাঠগড়য় প্রশ্নবিদ্ধ
ব্যর্থ আমি, ব্যর্থ আঠার কোটি বাঙালী।
তুমি অমর
বীরের কখনো মৃত্যু হয় না
ফিরে আসে যুগে যুগে প্রতিকী বেশে।
নরপিশাচের ঘৃণীত কাতুর্জ তোমার হৃদপিন্ড ছুঁতে পারেনা
যেমন পারেনি ইয়াহিয়া ফাঁসির মঞ্চে।
ফিরে এসো তোমার ক্লান্ত মায়ের বুকে
একদল নরপিশাচ ছিনিয়ে নিতে চায় অর্জিত স্বাধীনতাকে
ওরা পতাকাকে খামচে ধরে প্রতিনিয়ত নিয়মের বাহিরে গুটি গুটি পায়ে এগুচ্ছে
নির্যাতিত, ধর্ষিত হচ্ছে ঘরে ঘরে হায়নার লোভনীয় থাবায়।
তোমার তর্জনী নাড়ানো বাঘের গর্জন
আজ বড্ড প্রয়োজন।

দেলোয়ার হোসাইন
কিরামান কাতেবিন

নীড়ে ফিরেছে চোখ মিঠা জলের বাড়ি
দলিত মথিত পথ দরবেশ কারিগর...
মানুষের সরল পাঠে আমি দুই পয়সার মাস্টর
কত রাত মাড়িয়ে-মুড়িয়ে সকালের শূন্য উদ্যান...
নীড়ে ফিরেছি আমি ঘিরে নির্বোধ কোলাহল
জলে ভাসছে উঠোন তিন ফিতার বাধন...

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন