নারায়ণগঞ্জর আড়াইহাজারে গোপালদী পৌরসভার অফিস সদাসদী থেকে রামচন্দ্রীতে স্থানান্তরের চেষ্টা করায় ওই পৌরসভার মেয়র আ. হালিম সিকদারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে পৌরসভার কয়েক হাজার জনতা। গত শুক্রবার বিকেলে এ বিক্ষোভ মিছিল করা হয়।
জানা যায়, সাবেক সদাসদী ইউনিয়ন পরিষদের অফিসটি বর্তমানে গোপালদী পৌরসভার কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। পৌরসভায় উন্নীত হওয়ার পর সদাসদী ইউনিয়ন পরিষদ বিলুপ্ত হয়। কিন্তু পৌরসভার বর্তমান মেয়র আ. হালিম সিকদার জনদূর্ভোগ বাড়িয়ে নিজের সুবিধার্থে উক্ত অফিসটি তার নিজ বাড়ি রামচন্দ্রদীতে স্থানান্তরের চেষ্টা করছেন। এর প্রতিবােেদ কয়েক হাজার জনতা বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মনজুর আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারেসুল হক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজুর রহমান মিশু, আ.লীগ নেতা জহিরুল হক প্রধান, গোপালদী বাজার বণিক সমিতির দফতর সম্পাদক মাসুম প্রধান, আ.লীগ নেতা নৈমুদ্দীন মেম্বার, নাজিমউদ্দীন, রাজিব পোদ্দার, স্বপন সাহা, উত্তম বিশ্বাস, নরেশ সাহা, রতন ভৌমিক প্রমুখ। মিছিলটি সদাসদী থেকে বের হয়ে গোপালদী বাজার প্রদক্ষিণ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন