শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

অলিম্পিক স্থগিতের সুবিধা দেখছেন সানা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে বিশ্ব ক্রীড়ার সর্বোচ্চ আসর টোকিও অলিম্পিক গেমস। অন্যান্য দেশের অ্যাথলেটদের মতো আয়োজক জাপান স্থগিতের ঘোষণা দেয়ায় অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশের তারকা আরচ্যার রোমান সানাও। এবার সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনকারী সানা মনে করেন, এতে লাভ হয়েছে বাংলাদেশেরই!

বাংলাদেশে সব খেলা ও অনুশীলন বন্ধ থাকলেও অলিম্পিকের জন্য ঠিকই প্রস্তুতি নিচ্ছিলেন সানা। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরটি ২০২১ সালের গ্রীস্ম পর্যন্ত স্থগিত হওয়ার ঘোষণার পরই নিজ বাড়ি খুলনায় চলে যান দেশসেরা এই আরচার। সেখান থেকেই গতকাল মুঠোফোনে বলেন, ‘অলিম্পিক স্থগিত হয়ে যাওয়ায় আমার জন্য ভালো হয়েছে। কারণ আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলে প্রস্তুতি নেয়ার কোনো সুযোগ ছিল না আমার। অলিম্পিকের আগে আমার যে সাতটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয়ার কথা ছিল সেগুলো আগেই স্থগিত হয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে টোকিও অলিম্পিক হলে আমার জন্য কিছুটা অসুবিধাই হতো।’

একদিন আগেই বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন স্থগিত করেছে রোমানসহ আরচ্যারি দলের পুরো ক্যাম্প। টঙ্গির শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামের এই ক্যাম্প আপাতত ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে। কাল এমনটাই জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল, ‘দেশের স্বার্থে আমরা ক্যাম্প স্থগিত করেছি। স্টেডিয়াম ছেড়ে দেয়া হয়েছে সেনাবাহিনীর ব্যবহারের জন্য। সকল আরচ্যারদের আমরা বিশেষ ব্যবস্থাপনায় যার যার বাড়িতে পৌঁছে দিয়েছি। বর্তমান পরিস্থিতিতে আমাদেরও মনে হয়েছে ক্যাম্প চালিয়ে যাওয়ার চেয়ে নিরাপদ ও সুস্থ থাকাই বেশি গুরুত্বপূর্ণ।’ ফের কবে ক্যাম্প চালু হবে এটা নির্দিষ্ট করে বলতে পারেননি চপল, ‘কবে নাগাদ ক্যাম্প শুরু হবে, সেটা এখনই বলতে পারছি না। পরিস্থিতি অনুকূলে এলে তখন সিদ্ধান্ত নেয়া যাবে। জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ আপাতত উত্তরার ফ্ল্যাটেই থাকবেন। বিদেশের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক হলে তাকেও তার দেশে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে ফেডারেশন।’
এই পরিস্থিতিতে অনুশীলন আরো বেশি সময়ের জন্য স্থগিত করা হলে নিজ বাড়িতেই অনুশীলনের ব্যবস্থা করার ইচ্ছে রোমান সানার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন