গতকাল সারা রাত ধরে বয়ে যাওয়া সুপার সাইক্লোন আম্পানের আঘাতে ঈশ্বরদীতে ২´শ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে।
ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও কৃষি অফিস সূত্রে জানাগেছে, সুপার সাইক্লোন আম্পানের ভয়াবহ তাণ্ডবের শিকার হয়ে ঈশ্বরদী উপজেলার পৌর ও ৭ টি ইউনিয়নে ৬ হাজার ৮´শ ৭০ হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অংকে যার পরিমাণ প্রায় ২´শ কোটি টাকা। এর মধ্যে লিচু ১হাজার ৫০ হেক্টর, আম ২৬০ হেক্টর, কলা ১৭৩০ হেক্টর, পেঁপে ৩২ হেক্টর, সবজী ১১০৫ হেক্টর, তিল ৩২০ হেক্টর, মুগ ৪০৫ হেক্টর, পাট ১৩৫ হেক্টর, মাশকালাই ২৭২ হেক্টর, বুরো ধান ৩২৫ হেক্টর, আউশ ১২১ হেক্টর ও অন্যান্য ফসল ৭৫ হেক্টর।
অপ্রত্যাশিত এই ক্ষতির শিকার হয়ে কৃষকের মাথায় হাত পড়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন