শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রামু ফকিরা বাজারে অগ্নিকান্ড

রামু (কক্সবাজার) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ১০:০২ এএম

রামু উপজেলা সদরে প্রাচীনতম ফকিরা বাজারের কাপড় পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ। ২৯ মে গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে রামু ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাতেই স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে ব্রিফ করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন প্রধানমন্ত্রী রামু’তে ফায়ার সার্ভিস স্থাপন করেছিলেন বলেই আজ গভীর রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নিভাতে সক্ষম হয়েছে। নাহয় আগুনে অসংখ্য দোকানপাট ভস্মীভূত হয়ে কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি সাধিত হতো।

জানা গেছে শুক্রবার (২৯মে) রাত সাড়ে ১২ টার দিকে রামু ফকিরা বাজারে বনফুল বেকারীর কারখানা থেকে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে রাত ১২’৫৫ মিনিটের দিকে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকান্ডস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন