শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

যুবলীগ নেতার বিরুদ্ধে বলৎকারের মামলা

বাদীরা চরম আতঙ্কে

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ১০:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় সাগর মিয়া (১৬) নামে এক বালককে বলৎকারের অভিযোগ উঠেছে। গত ২৫ মে রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের ফুলতলি-আব্দুল্লাহপুরের রাস্তার পাশে মো. আলীর পোল্ট্রি খামারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা সালমান তারেক বাদী হয়ে ৯ সেপ্টেম্বর ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা হলেন- বিজয়নগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কাউসার মিয়া (৩৮), দুলাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া, (২১) ও মৃত রহম আলীর ছেলে লোকমান মিয়া, (৫০)। তারা সবাই উপজেলার সাতগাঁও গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ২৫ মে রাত সাড়ে ৮টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রামের সাগর মিয়া (১৬) ফুলতলি থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে আব্দুল্লাহপুর এলাকায় তাকে আটকিয়ে জোরপূর্বক বলৎকার করে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কাউসার মিয়া, একই উপজেলার সাতগাঁও গ্রামের ইয়াছিন মিয়া ও লোকমান মিয়া। সাগর মিয়ার চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। ঘটনাটি গ্রামের প্রভাবশালী মাতব্বরদের অবহিত করলেও করোনার অজুহাতে টালবাহানা শুরু করে। পরে বিজয়নগর থানায় অভিযোগ দিতে গেলে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলার পরামর্শ দেয় থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পুলিশ পরিদর্শক শাহ আলম ২৩ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমদ এর আদালতে ভুক্তভোগী সাগর মিয়ার জবানবন্দি রেকর্ড করে।
তদন্তকারী কর্মকর্তা শাহ আলম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মেডিক্যাল রিপোর্ট এর জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। এদিকে, অভিযোগ প্রত্যাহার করার জন্য বাদী সালমান তারেক ও ভুক্তভোগীর পিতা ইকবাল মিয়াকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিচ্ছে অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ফয়সাল ২ অক্টোবর, ২০২০, ৬:৫১ এএম says : 0
আপনাদের এই নিউজের মাধ্যমে অত্র মামলার বাদী ভিকটিম ও সাক্ষীদের এবং ভিকটিমের পরিবারকে আসামি কর্তৃক নানাভাবে হয়রানী ও হুমকির বিষয়টি তুলে ধরেছেন যাহা যথার্থই এবং কঠিন বাস্তব সত্য। এহেন পরিস্থিতিতে ন্যায় বিচারের স্বার্থে উক্ত মামলার তদন্ত কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনাদের সংবাদপত্রের ধারাবাহিক প্রতিবেদন একমাত্র সম্ভব ভিকটিম সাগর মিয়ার উপর বর্বরোচিত গণধর্ষণের নেই বিচার প্রাপ্তির বিষয়টি বিদায় আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা এই মামলাটির প্রতি বিশেষ গুরুত্ব ও নজর রাখবেন যাতে নির্যাতিত শিশুটি যথাযথ বিচার পায়। আপনার এই নিউজ মিডিয়ার যথেষ্ট সুনাম রহিয়াছে আপনারা যে কোন প্রকৃত সত্য ঘটনা উদঘাটনের নিমিত্তে দুঃসাহসের শহীদ বিভিন্ন অপরাধমূলক প্রতিবেদন সমাজের কাছে তুলে ধরেন আর তারই ধারাবাহিকতায় সমাজে অনেক অজানা অন্যায় ও অপরাধের বিচার প্রকাশ্য আদালতে করা সম্ভব হচ্ছে অত্র মামলার ক্ষেত্রেও তদ্রুপ একমাত্র আপনাদের মিডিয়ার মাধ্যমে সম্ভব সঠিক ও নিরপেক্ষ তদন্ত কাজটি সম্পন্ন করা। অন্যতায় ভিকটিম ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে এবং অদূর ভবিষ্যতে তাহার অপূরণীয় ক্ষতির কারণ হইবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন