শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জনদুর্ভোগ হলেই ব্যবস্থা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

সড়কে অবৈধ দখলের কারণে যানজটসহ কোনো ধরনের জনদুর্ভোগ হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ার দিয়েছেন সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি গতকাল বৃহস্পতিবার পোর্ট কানেকটিং রোডের সাগরিকা মোড় থেকে কলকা মোড় পর্যন্ত অংশে কার্পেটিং কাজের উদ্বোধনকালে এ হুঁশিয়ারি দেন। 

তিনি বলেন, নগরীর যোগাযোগ ব্যবস্থা উন্নত করে নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে সড়ক তৈরি করা হয়। পরে দেখা যায় এসব সড়ক ট্রাক, লরি, ট্রেইলারের পার্কিংয়ে দখলে চলে গেছে। এতে নগরবাসীর সমালোচনা ও তোপের মুখে থাকে চসিক। ট্রাফিক বিভাগের প্রতি আহবান থাকবে আপনারা সড়কের ওপর অবৈধ পার্কিং বন্ধে ব্যবস্থা নিন। চসিকও আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে। এ সময় চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত¡াবধায়ক প্রকৌশলী আবু ছালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন