শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

কোর্টের স্থগিতাদেশ
ইনকিলাব ডেস্ক : করোনায় নিউ ইয়র্কের উপাসনালয়ে সীমিত উপস্থিতির আদেশ স্থগিত করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। জারি করা রুলে আদালত এ সাময়িক স্থগিতাদেশ জারি করেন। সুপ্রিম কোর্টে কনজারভেটিভদের সংখ্যাগরিষ্ঠতার সুবাদে ৫-৪ ভোটে এ সিদ্ধান্ত পাস হয়। অক্টোবরে গভর্নর অ্যান্ড্রু কুমো কোভিড নিয়ন্ত্রণ পদক্ষেপের অংশ হিসেবে উপাসনালয়ে জনসমাগম সীমিত রাখার আদেশ দেন। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন ব্রুকলিনের রোমান ক্যাথলিক চার্চের বিশপ এবং ইহুদীদের দুটি ধর্মসভা। তারা বলেন, গভর্নরের আদেশ যুক্তরাষ্ট্রের সংবিধানের বিরোধী। এনপিআর, ফোর্বস।


৯০ হাজার
ইনকিলাব ডেস্ক : ঐতিহাসিক ‘থ্যাংকস গিভিং ডে’তে করোনায় আক্রান্ত প্রায় ৯০ হাজার আমেরিকান হাসপাতালে ভর্তি হয়েছে, যা গত ১৬ দিনের মধ্যে সর্বোচ্চ। ‘থ্যাংকস গিভিং ডে’-এর আগের দিন বুধবার দেশটিতে করোনায় দুই হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। গত ৭ মে’র পর যুক্তরাষ্ট্রে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। প্রসঙ্গত, প্রত্যেক বছরের নভেম্বর মাসের ৪র্থ বৃহস্পতিবার আমেরিকায় এবং অক্টোবরের ২য় সোমবার কানাডায় ‘থ্যাংকস গিভিং ডে’ পালন করা হয়। থ্যাংকস গিভিং ডেকে অনেকে আবার দ্য টার্কি ডে বলে থাকে। ঐতিহাসিকভাবে থ্যাংকস গিভিং ডে ধর্মীয় ও সাংস্কৃতিক একটা অনুষ্ঠান। ইউএনবি।


‘ও’ হলে ঝুঁকি কম
ইনকিলাব ডেস্ক : নতুন এক গবেষণায় দেখা গেছে যাদের দেহে রক্তের গ্রুপ ‘ও’ অথবা আরএইচ-নেগেটিভ আছে, তাদের করোনার ঝুঁকি অনেক কম। তা ছাড়া ভিটামিন-ডি সেবন করোনা প্রতিরোধে খুব একটা সহায়ক নয় বলেই দেখতে পেয়েছেন গবেষকরা। বিজ্ঞানীরা এমন পরীক্ষা চালিয়েছেন ২ লাখ ২৫ হাজার ৫৫৬ জন কানাডিয়ানের ওপর। এত দেখা গেছে যাদের দেহে রক্তের গ্রুপ-এ, এবি অথবা বি আছে, তাদের তুলনায় যাদের দেহে রক্তের গ্রুপ ‘ও’ আছে, তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি শতকরা ১২ ভাগেরও কম, করোনায় ভয়াবহ ঝুঁকি বা মৃত্যুর ঝুঁকিও শতকরা ১৩ ভাগ কম। মঙ্গলবার এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে অ্যানালস অব ইন্টারন্যাল মেডিসিনে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন