নতুন বিমানবন্দর
ইনকিলাব ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয়েছে। দেশটির যোগাযোগমন্ত্রী নাসের আল-শিবলি রোববার বিমানবন্দরটির উদ্বোধন করেন। বিমানবন্দর দিয়ে বছরে ৩৫ লাখের বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন ইমাদ দাহাম নামে ইরাকি এক কর্মকর্তা। চার বছর সময় লেগেছে নতুন এ বিমানবন্দরটি নির্মাণ করতে। এ নিয়ে সম্প্রতি ইরাকে মোট চারটি নতুন বিমানবন্দর নির্মাণ করা হলো। আনাদোলু।
হত্যার ভয়ে
ইনকিলাব ডেস্ক : বাড়ি ছেড়ে পালিয়েছেন। এর জেরে তালেবান তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে পারেন। এমন ভয়ে আত্মহত্যা করেছেন আফগানিস্তানের ঘোর প্রদেশের এক নারী। স্থানীয় তালেবানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবাহিত লোকের সঙ্গে ওই নারী গত শুক্রবার বাড়ি ছেড়ে পালান। এর জেরে তালেবান কর্তৃপক্ষ ওই নারীকে পাথর নিক্ষেপের পরিকল্পনা করেন। প্রকাশ্যে এমন অপমানের ভয়ে ওই নারী আত্মহত্যা করেছেন। দেশটির কর্মকর্তারা বলেছেন,
ওই নারী যে বিবাহিত লোকের সঙ্গে পালিয়েছেন গত ১৩ অক্টোবর তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন