শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তেঁতুলিয়ায় জনসচেতনতা বিষয়ে সভা

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকায় জনসচেতনতা মূলক সভা ও গরীব-দুঃস্থদের মাঝে শীতবস্র বিতরণ করা হয়। গত রোববার দুপুরে পঞ্চগড় ব্যাটালিয়ান কর্তৃক গোয়ালগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সিপাহীপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়াদির ওপর জনসচেতনতামুলক সভার আয়োজন করে। বাংলাদেশি নাগরিকদের দ্বারা সংঘটিত সীমান্ত সংক্রান্ত অপরাধ ছাড়াও চোরাচালান, মাদক পাচার রোধ মাদক সেবনের ক্ষতিকারক দিক, নারী ও শিশু পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে পাথর উত্তোলন এবং প্রতিপক্ষ বিএসএফ কর্তৃক আহত/নিহত হওয়া ও গরু চোরাচালানের উদ্যেশ্যে সিমান্ত এলাকার শুন্য রেখা অতিক্রম করে কেউ যেন ভারতের অভ্যন্তরে প্রবেশ না করে সে জন্য উপস্থিত সকলকে সচেতন করেন। এ ছাড়াও বর্তমান করোনা মোকাবেলায় দ্বিতীয় ঢেউ উপলক্ষে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবন যাপন করার জন্য প্রেষণা প্রদানসহ উপস্থিত সকলকে মাক্স বিতরণ করেন। এছাড়াও তেঁতুলিয়ার সিপাইপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন