শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

উত্তরের কনকনে হাওয়া

ঘন কুয়াশায় মোড়া দেশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

মাঝারি থেকে ঘন কুয়াশায় মোড়া প্রায় সারা দেশ। সেই সাথে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে বইছে কনকনে হিমেল হাওয়া। আজ সোমবারও সারাদেশে মাঝরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত থাকার পূর্বাভাস দেয়া হয়েছে।
ঘন কুয়াশার কারণে সড়ক মহাসড়কে যানবাহন ও নৌপথে ফেরিসহ নৌযান চলাচল ব্যাহত এবং ঝুঁকিপূর্ণ হচ্ছে। ঘন কুয়াশার বাধায় দৃষ্টিসীমা আটকে যাচ্ছে।

গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯.৭ এবং সর্বোচ্চ তামপাত্রা সীতাকুন্ড, ফেনী ও পটুয়াখালীর খেপুপাড়ায় ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ২৪.৬ ও সর্বনিম্ন ১৩.৭ ডিগ্রি সে.।
সার্বিকভাবে প্রায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা মাঘ মাস তথা ভরা শীত মওসুমের তুলনায় ঊর্ধ্বে রয়েছে। তবে হিমেল হাওয়া ও কুয়াশার কারণে শীতের প্রকোপ বেশিই।

আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন