শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘দ্য ফার্স্ট লেডি’তে বেটি ফোর্ডের ভূমিকায় মিশেল ফাইফার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

মিশেল ফাইফার শোটাইমের আসন্ন সিরিজ ‘দ্য ফার্স্ট লেডি’তে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের স্ত্রী বেটি ফোর্ডের ভূমিকায় অভিনয় করবেন। এক সময় ‘ফার্স্ট লেডিস’ নামে প্রচারিত সিরিজটিতে ভায়োলা ডেভিস মিশেল ওবামার ভূমিকায় অভিনয় করবেন। সুসান বিয়ার সিরিজটি পরিচালনা করবেন। পর্বগুলোতে মার্কিন ফার্স্ট লেডি বা প্রেসিডেন্টদের স্ত্রীদের একান্ত ও রাজনৈতিক জীবন তুলে ধরা হবে। প্রথম সিজনে থাকবে এলেনর রুজভেল্ট, বেটি ফোর্ড এবং মিশেল ওবামার জীবনী। “প্রতীক্ষিত এই সিরিজে মিশেল ফাইফার এবং সুসান বিয়ার, ভায়োলা ডেভিসের সঙ্গে যোগ দিচ্ছেন এই নারীদের কাহিনী বর্ণনা করতে,” শোটাইমের নির্বাহী ভিপি এমি ইসরায়েল বলেন। তিনি আরও বলেন, “মিশেল নিখুঁতভাবে তার জটিল চরিত্রগুলো তুলে ধরেছেন, আর সুসান তার দক্ষ পরিচালনা দিয়ে সততার সঙ্গে এসব কাহিনী চিত্রায়ন করবেন, আমরা রোমাঞ্চিত। বিশেষ করে এমন অনন্য এক সময়ে এমন সময়োচিত সিরিজ আশা করছি প্রতিশ্রুতি পূরণে সক্ষম হবে।” ঔপন্যাসিক অ্যারন কুলি সিরিজের কাহিনী লিখছেন, তিনি জুলিয়াস টেনন এবং জুভি প্রডাকশন্সের অ্যানড্রু ওয়াঙ, জেফ গ্যাসপিন এবং ব্র্যাড কাপলানের সঙ্গে নির্বাহী প্রযোজনার দায়িত্বও পালন করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন