শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চলচ্চিত্র বাঁচাতে হলে সম্মিলিত উদ্যোগ নিতে হবে-ফারুক

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

চলচ্চিত্রের চলমান মন্দাবস্থা কবে কিভাবে কাটবে, তা অনিশ্চিত। এ নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টরাও অনেকটা নিশ্চুপ রয়েছেন। চলচ্চিত্রের মন্দাবস্থা কাটাতে এবং টিকিয়ে রাখতে যেখানে প্রযোজক ও নির্মাতাদের চিন্তা-ভাবনা জরুরী ভিত্তিতে দরকার, সেখানে তা নেই বললেই চলে। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, চলচ্চিত্রের মন্দাবস্থা কাটাতে একের পর এক গল্প সমৃদ্ধ বাণিজ্যিক ধারার বিগ বাজেটের সিনেমা নির্মাণ করা প্রয়োজন। যদি একের পর এক বাণিজ্যিক ধারার বিনোদনমূলক সিনেমা নির্মাণ শুরু হয়, তবে চলচ্চিত্রের বাজারটি গতি পাবে। বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল খুলবে। এ ধরনের উদ্যোগ চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন থেকে শুরু করে কারো মধ্যেই নেই। বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ফারুক বলেন, একটা সময় এনালগ সিস্টেমে সিনেমা হতো। একটা সিনেমা বানাতে অনেক সময় লাগতো। তারপরও বছরে গড়ে আশি-নব্বইটা সিনেমা মুক্তি পেতো। এর কারণ, একটা সিস্টেমের মধ্যে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া চলত। দর্শক কেমন সিনেমা পছন্দ করে, এ নিয়ে নির্মাতারা সিনেমা হলের রিপোর্ট নিয়ে সিনেমা বানাত। এখন ডিজিটাল যুগে এসে পনের দিনে একটি সিনেমা নির্মাণ করা সম্ভব হলেও ব্যাপক সংখ্যক দর্শকের পছন্দের বিষয়টি বিবেচনায় নেয়া হচ্ছে না। যার যা ইচ্ছা মতো সিনেমা নির্মাণ করছে। সিনেমাটি দর্শক পছন্দ করবে কি করবে না, হল মালিকরা আগ্রহ দেখাবে কিনা, এ ধরনের জরিপ করা হচ্ছে না। এভাবে সিনেমা নির্মাণ করে চলচ্চিত্রের মন্দা কাটানো যাবে না। এ অবস্থা থেকে উত্তরণে প্রযোজক ও নির্মাতাদের সম্মিলিত উদ্যোগ ও পরিকল্পনা লাগবে। ফারুক বলেন, এই চলচ্চিত্রই আমাকে বানিয়েছে, সংসদ সদস্য হয়েছি। এর দুর্গতি আমাকে কষ্ট দেয়। তারপরও সিনেমা নিয়ে সবসময় ভাবি। এই মাধ্যমের প্রতি ভালবাসা ও অনুভূতি রয়েছে এবং থাকবে। এটা অস্বীকার করতে পারবো না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন