নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকরা ড্র করেছে কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে। ফলে এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। গতকাল কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপাল-কিরগিজস্তান ম্যাচটি গোলশূন্য অমিমাংসিতভাবে শেষ হয়। এর আগে গত মঙ্গলবার কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতেছিল। তিন দলের মধ্যে বাংলাদেশ ও নেপালের একটি করে ম্যাচ শেষে এক জয়ে লাল-সবুজদের পয়েন্ট ৩ ও নেপালের ১। অন্যদিকে দুই ম্যাচে কিরগিজস্তানের পয়েন্ট ১। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে নেপাল হারলে ফাইনালে খেলার সুযোগ থাকবে কিরগিজদেরও। এদিকে
নেপাল থেকে ঢাকায় ফিরে এসেছেন চোটাক্রান্ত বাংলাদেশ দলের অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। কাল বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে কাঠমান্ডু থেকে রওয়ানা হয়ে সন্ধ্যার পর ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে এসে নামেন তিনি। পায়ের মাংসপেশিতে ব্যাথা পাওয়ায় নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন বিশ্বনাথ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ২৩ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে খেলার সময় পায়ের মাংসপেশিতে ব্যাথা পেয়েছিলেন বিশ্বনাথ। ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয় তাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন