বিনোদন ডেস্ক : পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে একুশে টেলিভিশনে প্রচার হবে সাত দিনব্যাপী বিভিন্ন অঙ্গনের তারকাদের নিয়ে ঈদের বিশেষ সেলিব্রেটি গেম শো ‘লাক বাই চান্স’। সাত পর্বের এই বিশেষ গেম শোটি উপস্থাপনা করেছেন চিত্র নায়ক ফেরদৌস এবং ফারহানা নিশো। নাটক, চলচ্চিত্র, মডেলিং, ক্রিকেটারসহ অন্যান্য অঙ্গনের তারকাদের জুটি বদ্ধ করে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। গেম শোটির চারটি রাউন্ডের প্রতিটি রাউন্ডেই অংশগ্রহণকারীদের সবার জন্যই রয়েছে আকর্ষণীয় উপহার। এছাড়া অনুষ্ঠানটির শুরু এবং শেষে থাকছে দুটি স্পেশাল রাউন্ড। অনুষ্ঠানটি ঈদের দিন থেকে ঈদের সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন