শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কিশোর অপরাধ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ জুন, ২০২১, ১২:০৪ এএম

আজ সকাল ১১ টায় এটিএন বাংলায় প্রচার হবে কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে হাসান আহমেদ চৌধুরী কিরণ-এর সঞ্চালনা ও পরিচালনায় এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে প্রতিযোগিতা অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাব-২ এর পরিচালক লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম এবং র‌্যাব এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। যুক্তি-পাল্টা যুক্তির মধ্যে দিয়ে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় ঢাকার শহীদ পুলিশ স্মৃতি কলেজকে হারিয়ে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক লিটন হায়দার, আব্দুল্লাহ তুহিন, কাওসার সোহেলী ও প্রাক্তন বিতার্কিক মেহেদী হাসান তামিম। প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন