শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

দর্শক নিয়েই অলিম্পিক, তবে...

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ১২:০১ এএম

অলিম্পিক হবে কি হবে না, এই দোলাচল এখন চলছে। টোকিও শহর ও আয়োজক কমিটি যেকোনোভাবেই হোক অলিম্পিক আয়োজন করতে চাইছে। আর ৩২ দিন বাকি অলিম্পিকের। এর আগেই একটি ইতিবাচক খবর দিচ্ছে আয়োজক কমিটি। আয়োজিত হলে অন্তত দর্শকশ‚ন্য স্টেডিয়ামে দক্ষতা প্রদর্শন করতে হবে না ক্রীড়াবিদদের।

বিদেশি দর্শক যে এবারের অলিম্পিকে দেখা যাবে না, সেটা আগেই জানানো হয়েছিল। স্বাগতিক জাপানের নাগরিকদের অলিম্পিক দেখতে দেওয়ার অনুমতি দেওয়া হবে কি না, এ নিয়েও প্রশ্ন উঠছিল। সব শঙ্কা উড়িয়ে ২০২০ টোকিও অলিম্পিকে দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি ভেন্যুর ধারণক্ষমতার অর্ধেক দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। তবে বড় ভেন্যুর ক্ষেত্রে ধারণক্ষমতা যতই হোক না কেন, সর্বোচ্চ ১০ হাজার দর্শক ঢুকতে পারবেন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, টোকিও অলিম্পিক কমিটি, আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি, টোকিও মেট্রোপলিটন সরকার ও জাপান সরকার মিলে আজ এক বৈঠকে বসেছিল। সে বৈঠকেই সব ভেন্যুতে ৫০ শতাংশ দর্শক ও সর্বোচ্চ ১০ হাজার মানুষ ঢোকার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ভেন্যুতে সব দর্শককে মাস্ক পরতে হবে। চিৎকার করা বা জোরে কথা বলা নিষিদ্ধ। যেকোনোভাবেই হোক ভিড় এড়িয়ে চলতে হবে। বিধি মেনে ভেন্যু ত্যাগ করতে হবে। দর্শকদের সরাসরি ভেন্যুতে যেতে এবং ভেন্যু থেকে সরাসরি বাসায় ফিরতে বলা হবে। যাতায়াতের সময়ও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
এ ছাড়া আরও বেশ কিছু ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালের বৈঠকে। আগামী ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হওয়ার কথা এবারের অলিম্পিক। সে সূচিতে কোনো নড়চড় হচ্ছে না। স্কুল পর্যবেক্ষণ প্রোগ্রামের অধীন শিক্ষার্থী ও তাদের তত্ত্বাবধায়কেরা নির্ধারিত দর্শকসংখ্যার গণনার বাইরে থাকবেন। কারণ, তারা দর্শক হিসেবে গণ্য হবেন না। ভেন্যুতে দর্শক থাকা বা দর্শকসংখ্যা সংক্রান্ত সিদ্ধান্ত করোনার পরিবর্তিত পরিস্থিতির ওপর নির্ভর করবে। অলিম্পিকের পরই শুরু হবে প্যারালিম্পিক। সেখানে দর্শক থাকবে কি না, এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ১৬ জুলাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন