এবারের অলিম্পিকে অন্যরকম এক নজির স্থাপন করলেন আলজেরিয়ান জুডোকো ফেথি নুরিন। জুডোকো ম্যাচে প্রতিপক্ষ ইসরায়েলি হওয়ায় অলিম্পিক আসর থেকেই নিজের নাম প্রত্যাহার করে নিলেন নুরিন। শুধু এবার নয়, এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। জুডোতে বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা নুরিন। প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ সুদানের মোহাম্মেদ আব্দালরাসুল। সে ম্যাচ জিতলেই নুরিনকে মুখোমুখ হতে হতো ইসরায়েলের তোহার বাটবালকে।
ইতিমধ্যেই বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন বাটবাল। ইসরাইলি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার আগে নিজেকেই সরিয়ে নিলেন নুরিন। আলজেরিয়ান এক টিভিকে দেয়া সাক্ষাৎকারে নুরিন জানান, ফিলিস্তিনিকে রাজনৈতিকভাবে সমর্থনের জন্যই তিনি এমনটি করেছেন। এটাও জানিয়েছেন, তার এ সিদ্ধান্তই চূড়ান্ত। এ ব্যাপারে তার কোচ আমের বেন ইয়াকলিফ বলেন, 'ড্রয়ের ভাগ্যটা ভালো হয়নি আমাদের। একজন ইসরায়েলি প্রতিপক্ষ পেয়েছি এবং এ কারণে আমাদের সরে যেতে হলো। আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি।' অলিম্পিক থেকে সরে যাওয়া নুরিনের এটাই প্রথম নয়। ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও বাটবালের সঙ্গে ম্যাচ পড়েছিল নুরিনের। সেবারও নাম কাটিয়ে নিয়েছিলেন নুরিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন