টোকিও অলিম্পিকসে ফেন্সিংয়ের পুরুষ সেইবার ব্যক্তিগত ইভেন্টে মুকুট ধরে রাখলেন হাঙ্গেরির আরন সিলাগি। এরই সঙ্গে প্রথম অ্যাথলেট হিসেবে ফেন্সিংয়ের কোনো এক ইভেন্টে তিনবার সেরা হওয়ার কীর্তি গড়লেন তিনি। গতপরশুর ফাইনালে ইতালির লুইজি সামেলেকে ১৫-৭ পয়েন্টে হারান সিলাগি।
সোনার পদক নিশ্চিত হওয়ার পর মাস্ক খুলে হাসিতে ফেটে পড়েন তিনি, এরপর আকাশের দিকে আঙুল দেখিয়ে যেন বোঝাতে চাইলেন চূড়া স্পর্শ করেছেন ৩১ বছর বয়সী এই ফেন্সার। ২০১২ ও ২০১৬ আসরেও এই ইভেন্টে সেরা হয়েছিলেন সিলাগি। ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম জুং-হুয়ান।
মন্তব্য করুন