২০০৮ বেইজিংয়ে সর্বশেষ সোনা পেয়েছিল এস্তোনিয়া। আজ ফেন্সিংয়ের মেয়েদের এইপে ইভেন্টের দলগত ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৩৬-৩২ পয়েন্টে হারিয়ে দিয়েছেন এস্তোনিয়ার ইউলিয়া বেলিয়ায়েভা, ক্যাটরিনা লেহিস ও এরিকা কিরপু। এই ইভেন্টে চীনকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ইতালি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন