ইভান্ডার হলিফিল্ডের কানে কামড় দেওয়াটা লজ্জার অধ্যায় হয়ে আছে কিংবদন্তি বক্সার মাইক টাইসনের ক্যারিয়ারে। ১৯৯৭ সালের সেই স্মৃতি অলিম্পিক বক্সিংয়ে ফিরিয়ে আনলেন মরক্কোর ইউনেস বাল্লা। ছেলেদের হেভিওয়েটে এই বক্সার কানে কামড় দিয়ে বসেন নিউজিল্যান্ডের প্রতিদ্ব›দ্বী ডেভিড নিকাকে।
শেষ ষোলর প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে দুবারের কমনওয়েলথ গেমসের স্বর্ণজয়ী নিকার বিপক্ষে ৮১-৯১ কেজি ক্যাটাগরিতে লড়ছিলেন বাল্লা। হার যখন প্রায় নিশ্চিত তখন নিকার কানে কামড় বসিয়ে দেন ইউনেস। পরে স্পোর্টস স্পিরিটের বিরোধী কর্মকান্ডের কারণে ইউনেসকে ডিসকোয়ালিফাইড করে দেয় অলিম্পিক আয়োজক কমিটি। যদিও ম্যাচে বেশ ব্যবধানে এগিয়ে ছিলেন কিউই বক্সার নিকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন