টোকিওর সুইমিংপুলে আবারও আলো ছড়ালেন ইভজেনি রুলভ। রাশিয়ার এই সাঁতারুর পাশে আরেকবার ম্লান যুক্তরাষ্ট্রের রায়ান মারফি। টোকিও অলিম্পিকসে ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের পর এবার ২০০ মিটার ব্যাকস্ট্রোকেও সোনা জিতলেন রুলভ। তার কাছেই ২০১৬ রিও ডি জেনিইরো অলিম্পিকসে এই ইভেন্টে জেতা মুকুট এবার হারিয়ে ফেলেন মারফি। গতকাল টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ১ মিনিট ৫৩ দশমিক ২৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন রুলভ। সেই সাথে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের টেলর ক্ল্যারির ১ মিনিট ৫৩ দশমিক ৪১ সেকেন্ড টাইমিংয়ের রেকর্ড ভেঙেছেন তিনি। রুলভের চেয়ে দশমিক ৮৮ সেকেন্ড পেছনে থেকে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে রুপা পান মারফি। ১ মিনিট ৫৪ দশমিক ৭২ সেকেন্ড টাইমিংয়ে ব্রোঞ্জ জেতেন গ্রেট ব্রিটেনের লুক গ্রিনব্যাংক।
গত মঙ্গলবার ৫১ দশমিক ৯৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছিলেন রুলভ। ওই ইভেন্টে বিশ্বরেকর্ড ও অলিম্পিকের রেকর্ড গড়তে আর মাত্র দশমিক ১৪ সেকেন্ড আগে সাঁতার শেষ করার প্রয়োজন ছিল তার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন