শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

তিন রেকর্ড গড়ে শিয়াওজুনের স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

টোকিও অলিম্পিক পুরুষ ভারোত্তোলনের তিন ক্যাটাগরিতেই অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন চীনের ভারোত্তোলক লিউ শিয়াওজুন। যদিও নিজের সেরা পারফরম্যান্স ছাড়াতে পারেননি তিনি। গতকাল টোকিওতে পুরুষ ভারোত্তোলনের ৮১ কেজি ওজন শ্রেণিতে সব মিলিয়ে ৩৭৪ কেজি ওজন তোলেন ৩৭ বছর বয়সী শয়াওজুন। স্ন্যাচে ১৭০ এবং ক্লিন অ্যান্ড জার্কে ২০৪ কেজি ভার তোলেন তিনি। সবকটিই অলিম্পিক রেকর্ড। থাইল্যান্ডের পাতায়ায় ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ৩৭৮ কেজি তুলে বিশ্ব রেকর্ড গড়েছিলেন লিউ শিয়াওজুন। এটি তার দ্বিতীয় অলিম্পিক সোনা জয়। ২০১২ লন্ডন অলিম্পিক গেমসে ৭৭ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছিলেন শিয়াওজুন। একই ইভেন্টে ২০১৬ রিও অলিম্পিকে জিতেছিলেন রৌপ্য। ৮১ কেজি ওজন শ্রেণিতে এবার রুপা জিতেছেন ডমিনিকান রিপাবলিকের জাকারিস বোনা মিশেল। আর ব্রোঞ্জপদক পেয়েছেন ইতালির আন্তোনিও পিসসোলাতো।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন