২৩.৬ বর্গমাইল বা ৬১.২ বর্গকিলোমিটার আয়তনের দেশ সান মারিনো। দেশটির জনসংখ্যা মাত্র ৩৩ হাজার ৬০০। অথচ সেই দেশ দেখা পেল অলিম্পিক পদকের। ইতালির পাশে ছোট্ট একটি গ্রামের মতো দেশ সান মারিনো টোকিও অলিম্পিকের পদক তালিকায় নাম তুলে ফেললো। আসরের শুটিং ডিসিপ্লিনে ৫০ মিটার রাইফেলের প্রোন ইভেন্টে সান মারিনোকে প্রথমবারের মত পদক জয়ের উল্লাসে মাতালেন আলেসান্দ্রো পেরিলি। তিনি জিতে নেন ব্রোঞ্জপদক। ২০১২ লন্ডন অলিম্পিকে একই ইভেন্টে চতুর্থ স্থান পেয়েছিলেন তিনি।
সান মারিনো থেকে টোকিও অলিম্পিকে অংশ নিতে এসেছেন ৫ জন অ্যাথলেট। এরমধ্যে ইতিহাস গড়লেন শুটার আলেসান্দ্রো পেরিলি। তার এই সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে ছোট্ট দেশটি। ৬২ হাজার জনসংখ্যার দেশ বারমুডার পর আরো ছোট দেশ সান মারিনো অলিম্পিকে পদক জিতে সবাইকে চমকে দিলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন